মুজিব কর্নার

সভাপতির বিবরন

জনাব নাসির আহমেদ চৌধুরী

তার পিতার নাম মৃত ইলিয়াস আহমেদ চৌধুরী । তিনি ৮ই জুন ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন । তিনি ব্যবসায় স্নাতক থেকে পড়াশোনা শেষ করেন ।

নিম্নোক্ত ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে জড়িত:

  • - জনাব নাসির আহমেদ চৌধুরী 'বাংলাদেশ কনটেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিএসওএ )'-এর প্রতিষ্ঠাতা সভাপতি। 
  • - তিনি ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্সের সদস্য।
  • - 'কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিওএবি)'-এর সদস্য।
  • - খুলনা মালিক সমিতির সদস্য ।
  • - তিনি খুলনা চেম্বার অব কমার্সের সদস্য।
  • - বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ।
  • - তারেক মোঃ হায়দার ট্রাস্টের সদস্য (টিএমএইসটি ) ।
  • - তিনি খুলনা ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য।


ব্যবসায়িক কার্যকলাপ:

  • -  তিনি 'নীপা পরিবহন লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
  • - 'রিটা কনস্ট্রাকশন লিমিটেড' এর  ব্যবস্থাপনা পরিচালক।
  • - 'নামিরা ফিরোজা কর্পোরেশন' এর স্বত্বাধিকারী।
  • -  তিনি 'স্বাধীন বাংলা ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন'-এর অংশীদার।