মুজিব কর্নার

সংবাদের বিবরণ

সংবাদের শিরোনাম : Institute of health Technology কোর্সে ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যাবলী।
সংবাদের লিংক : https://www.facebook.com/groups/2709307425975667
সংবাদের ছবি :
সংবাদের বর্ণনা :

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

        আমরা জানি আমাদের প্রাণপ্রিয় নেতা মহান জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আধুনিক ও স্মার্ট শিবচরের রূপকার জনাব নূর-ই-আলম চৌধুরী এম.পি শিবচরের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে শিবচরকে একটি সার্থক শিক্ষা নগরীতে পরিনত করেছেন। তিনি মনে করেন যে, আধুনিক বিশ্বায়ন ও শিল্পায়নের যুগে কারিগরী / পেশাগত শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন বিভিন্ন পেশাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান আইএইচটি যা শিবচরের উপকন্ঠে অবস্থিত যার যাত্রা শুরু হয়েছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাভুক্ত। একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ হতে নূন্যতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হলে এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদি এই  কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কোর্সটি সম্পন্ন করলে স্বাস্থ্য বিভাগ /  হাসপাতাল / ক্লিনিকে চাকুরীর সুযোগ হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, ১ম সেসনে শিবচরের কোন শিক্ষার্থী এ কোর্সে ভর্তির জন্য আবেদন করেনি বা ভর্তি হয় নি। ২০২৩-২০২৪ সেসনে IHT (Laboratory) ও IHT (Radiography) কোর্সে ভর্তির জন্য আহবান করা হলো। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য নিম্নে প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি দেয়া হলো ।

ধন্যবাদান্তে-

হাফিজুল্লাহ মিয়া

অধ্যক্ষ

ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ

Download